সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এই র্দুঘটনা ঘটে।
নিহতের নাম সাজমা বেগম। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন কবিরাজগঞ্জের আলতাফ হোসেনর মেয়ে। সে আশুলিয়ায় পোশাক কারখানার চাকরি জন্য এসেছিলেন।
আশুলিয়া থানার( এস. আই) লোকমান হোসেন জানান, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কায় দেয়। এসময় সামজা মহাসড়কে পড়ে গিয়ে বিভাজনের সাথে মাথায় গুরুতর আঘাত পান। উদ্ধার করে স্থানীয় হাবিক ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।