সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
রোববার মধ্য রাত থেকে ভোর পর্যন্ত ভাদাইল পবনারটেক সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান সময়ে জঙ্গি দমনে ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ লক্ষ্যে আশুলিয়ায় কয়েকটি এলাকায় অভিয়ান চালিয়ে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানানো হবে।