সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ জিহাদী বইসহ ৩জনকে আটক করেছে র্যাব-৪। তবে তাৎক্ষনিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে তাদের আক করে র্যাব।
র্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর হাকিম জানান, জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে তাদের নিয়মিত তল্লাশী চলাকালীন সময়ে মানিকগঞ্জের ঝিটকা থেকে রাজধানীর গাবতলীতে চলাচলকারী একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালানো হয়। এসময় একটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ জিহাদী বইসহ বাসের যাত্রীকে আটক করা হয়।
আগামীকাল (শুক্রবার) সকালে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আটকদের বিষয়ে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।