সব
এক্সপ্রেস প্রতিবেদক:
কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধান মন্ত্রীর আগেরই অঙ্গিকার ছিল, সেই লক্ষ্যে তিনি কয়েক বছর আগে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। এবং সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের মাওলানা শাহাশফি। পরবর্তীতে সেই কমিটির প্রধান শাহাশফি এবং কমিটির অন্যান্য আলেমরা যখন একমত হয়ে প্রধান মন্ত্রীর কাছে আসেন তখন প্রধানমন্ত্রী এটাকে স্বীকৃতি দেয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে সাভার সিটি সেন্টারের সামনে সাভারের বেদে সম্প্রদায়ের তৈরী পোশাক কারখানার শু-রুম উত্তরনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এসময় মন্ত্রী আরও বলেন, এটা আলেম-ওলামোদের দীর্ঘ দিনের দাবি ছিল। এখানে হেফাজতের কোন সম্পৃক্ততা নেই। এটা মূলত যারা কওমী মাদ্রসার পড়ে তাদের দাবি পূরণের লক্ষ্য মাত্রা মাত্র।
বেদে সম্প্রদায়ের উত্তরণ নামের শু-রুম উদ্বোধকালে মন্ত্রীর সাথে পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।