সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই হাজার বোতল ফেন্সিডিল সহ মাহাবুব রহমান নামের একজন আটক করেছে পুলিশ। এসময় ফেন্সিডিল বহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি জব্দ করা হয়।
শনিবার ভোরে আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কের আশুলিয়া বাজার এলাকায় সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আশুলিয়া থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) বায়োজিদ জানান, ভোরে একটি মাদকের চালান ঢাকার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে আশুলিয়ার বাজার এলাকায় দাড়িয়ে থাকা একটি নীল রঙের গাড়ীতে অভিযান চালিয়ে দুই হাজার বোতল উদ্ধার করা হয়। এসময় জিপ গাড়ি ও চালক মাহাবুবকে আটক করা হয়েছে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক ( এসআই) মলয় কুমার সাহা বিষয়টি নিশ্চত করে জানান, গোপন সংবাদে ফেন্সিডিলের বড় একটি ধরতে সক্ষম হয়েছি। এছাড়া আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মূল হোতাকে আটকের জন্য চেষ্টা চালানো হবে। এবিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।