সাভারে প্লাষ্টিক কারখানায় ভয়াভহ অগ্নিকান্ড

আগের সংবাদ

কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর আগেরই অঙ্গিকার ছিল; স্বরাষ্ট্রমন্ত্রী

পরের সংবাদ

আশুলিয়ায় ট্রাক উল্টে হেলপার নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৪৯ অপরাহ্ণ, ২১/০৪/১৭

এক্সপ্রেস প্রতিবেদক

নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় কয়লা বোঝাই ট্রাক উল্টে মিলন হোসেন (১৮) নামের এক হেলপার নিহত হয়েছে।

শুক্রবার ভোরে নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানীবাজার বিকেএসপির প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে কয়লার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশ।

নিহত মিলন হোসেন নাটোর জেলার বড়াইগ্রাম থানার মোহাম্মদপুর গ্রামের আব্দুল করিম উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নবীনগর থেকে ছেড়ে আসা কয়লা বোঝাই একটি ট্রাক চন্দ্রার দিকে যাচ্ছিল। এসময় জিরানীবাজার এসে পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রন হাড়িয়ে সড়ক বিভাজনের উপর উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা মিলন কয়লার নিচে চাপাঁ পরে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা কয়লা সড়িয়ে মিলনের মরদেহ উদ্ধার করে। পরে সাভার হাইওয়ে থানা মরদেহ ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আনিছ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।