সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের একটি প্লাষ্টিক কারখানায় ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাত সোয়া ১০ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় স্টিলেল তৈরি একতলা জিকিউ বলপেন এন্ড প্লাষ্টিক ফ্যাক্টরিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে কারখানার বিভিন্ন প্লাস্টিকের তৈরি মালামালসহ কয়েকটি মেশিনও পুড়ে যায়।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকান্ডের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও আশুলিয়ার ডিইউপিজেডের দুটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে একটু বেগ পেতে হয়েছে।
কারখানাটিতে প্লাস্টিকের ওয়ানটাইম গ্লাস, প্লেটসহ নানা জিনিসপত্র তৈরি হতো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস।