সব
এক্সপ্রেস প্রতিবেদ:
আশুলিয়ায় অজ্ঞাত এক নারীকে (৪০) শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ জঙ্গলে ফেলে পালিয়ে গেছে র্দুবৃত্তরা। খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠায়েছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবর গোছারারটেক এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অজ্ঞাত নারীর পরনে একটি লাল শাড়ি ছিল।
স্থানীয়রা জানান, ভোরে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় জঙ্গলে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মৃতদেহের গলায় একটি দাড়ালো অস্ত্রের জখম রয়েছে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক(এসআই) ইবনে ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবর ভিত্তিতে আমরা লাশটি উদ্ধার করি থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে কেউ হত্যার শ্বাসরোধ করে হত্যার পর ফেলে গেছে। তবে কে বা কি কারনে হত্যা করেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে।
তিনি আর ও জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে তাদের আটক করার চেষ্টা চলছে।