সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আড়াপারায় বিদেশী পিস্তল ও গুলিসহ মনিরুল ইসলাম বাবু ও মজিবর রহমান নামে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাইন্ড গুলি উদ্ধার করা হয়।
রোববার রাত ৯ টার দিকে সাভার আড়াপারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার বাজারের ফেন্সি মার্কেটের বাড়িতে বসবাস করতেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।