সব
এক্সেপ্রস প্রতিবেদক:
সাভারে সোহেল মিয়া নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ আটক করে পুলিশ।
শনিবার(১৫ এপ্রিল) গভীর রাতে সাভারে বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ি ইনচার্জ এস আই তরিকুল ইসলাম বলেন, এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো এলাকার মৃত সালাম মিয়া ছেলে সোহেল মিয়া। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।