সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে আটক করেছে দুই সহযোগিসহ হাউজি মেলার মালিক সাজ্জাদ মোল্লাকে ঢাকা জেলা গোয়েন্দা উত্তর পুলিশ(ডিবি)। এসময় মেলার বিভিন্ন সরঞ্জামি জব্দ করা হয়েছে।
রোববার রাত সোয়া আটটার দিকে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের বিপরীত পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- হাউজির মালিক সাজ্জাদ মোল্লা, সহযোগি আনোয়ার ও সামছুল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ দিন থেকে জাতীয় স্মৃতিসৌধের সংলগ্ন পর্যটনের জয় রেস্তুরার সাথে একটি প্যান্ডেল তৈরি করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। ভিতরে চলে অশ্লীল নৃত্যসহ জুয়াসহ মাদকের ব্যবসা। কিন্তু বার বার আশুলিয়া থানা পুলিশকে অবহিত করা হলেও কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি। পরে গোয়ান্দা পুলিশকে বিষয়টি জানানো হয়।
ঢাকা জেলা গোয়েন্দা উত্তর পুলিশের (ডিবি)ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা এ বিষয়ে অভিযোগ প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। পরে মেলার মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।