সব
এক্সপ্রেস প্রতিবেদক:
বিনোদন ও সংবাদ ভিত্তিক জনপ্রিয় মাই টিভির ৭ বছর পূর্তি ও ৮ বর্ষে পদার্পন উপলক্ষ্যে আশুলিয়ায় নানা আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।
শনিবার সকালে মাই টিভির উদ্যোগে ও আশুলিয়ায় প্রতিনিধি আনোয়ার হোসেনের সমন্বয়ে আশুলিয়া প্রেস ক্লাবে সাংবাদিকরা র্যালীতে অংশগ্রহন করেন। পরে ৭ বছর পূর্তি ও ৮ বছরে পদার্পন উপলক্ষ্যে কেক কেঁটে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এছাড়া আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয় ও সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকরা।
এসময় দোয়ার মাধ্যমে মাই টিভির প্রতি সবাই শুভ কামনা জানান।