সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার গনকবাড়ি এলাকায় যাত্রীবাহি বাস চাপায় রফিকুল ইসলাম (৩০) নামের সাইকেল আরোহী নিহত হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গনকবাড়ি পুরাতন ডিইপিজেড জোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজাহাট থানার বিমসরমার মহিরউদ্দিনের ছেলে। সে পুরাতন ডিইপিজেডের হ্যাঙ্গার প্লাস বিডি লিমিটেড নামের একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। বর্তমানে আশুলিয়ায় পলাশবাড়িতে ইলিয়াস হোসেনর বাড়ি ভাড়া থাকতো বলে জানা যায়।
আশুলিয়া থানার এস আই মোমিনুল হক জানান, দুপুরে কারখানা যাওয়ার সময় পলাশ পরিবহনের একটি যাত্রীবাহি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় রফিকুল মহাসড়কে ছিটকে পড়ে ও ঘটনাস্থলেই মারা যায়।নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।