আশুলিয়ায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

সাভারে সিটি ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা হল ছাড়ছেন; বাপ্পীসহ আটক ৪

পরের সংবাদ

আশুলিয়ায় ডাস্টবিন থেকে চাপাতিসহ ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার; র‌্যাব ৪

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৫১ অপরাহ্ণ, ১০/০৪/১৭

 

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার নবীনগরে জালালাবাদ এলাকার একটি ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় চাপাতিসহ ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব -৪।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার জাতীয় স্মৃতিসৌধের বিপরীতে জালালাবাদ আবাসিক এলাকার একটি ডাস্টবিন থেকে অস্ত্র গুলো উদ্ধার করা হয়।

র‌্যাব ৪ এর সিপিসি -২ এর অধিনাযক মেজর হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় কয়েকজন পরিচ্ছন্ন কর্মী জালালাবাদ মডেল টাউনের একটি ডাস্টবিনের  ময়লা অপসারন করছিলেন। এসময় ডাস্টবিনের ভিতরে পরিত্যক্ত ব্যাগ থেকে সন্দেহ হলে র‌্যাব ক্যাম্পে খবর দেয়। পরে র‌্যাবের একটি বিশেষ দল ঘটনাস্থলে এসে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভিতরে  চাপাতিসহ ২০ টি দেশীয় অস্ত্র দেখতে পায়।  তবে কে বা কারা কি কারনে এই অস্ত্রগুলো এখানে রেখে গেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। কিন্তু যারাই এনেছে তারা অবশ্যই কোন বিশৃঙ্গলা সৃষ্টির জন্যই এসব এনেছিল।