আশুলিয়ায় আন্তঃজেলার ৬ ডাকাত আটক; দেশীয় অস্ত্র উদ্ধার

আগের সংবাদ

সাভারে বহিরাগত ও সিটি ইউনির্ভাসিটির শিক্ষার্থীদের সংঘর্ষ; নিহত ১ ও গুলিবিদ্ধসহ আহত ২০

পরের সংবাদ

সাভারে আগুনে পুড়েছে জীপ গাড়ি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:০০ অপরাহ্ণ, ০৯/০৪/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে একটি ওয়ার্কশপে আগুনে পুড়ে গেছে একটি জীপ গাড়ি। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
রোববার রাত আনুমান ৮ টায় ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় তাওহিদ ফুয়েল এন্ড সার্ভিস সেন্টার লিমিটেডে নামে গাড়ি মেরামত ওর্য়াকশপে এঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই ওয়ার্কশপে একটি জীপ গাড়ির সার্ভিসিং এর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় জীপ গাড়িটির ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ততক্ষণে গাড়িটি পুড়ে যায়।
এবিষয়ে তাওহিদ ফুয়েল এন্ড সার্ভিস সেন্টার লিমিটেডের মালিক কে এম আব্দুল লতিফ বলেন প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।