সাভারে দুই ট্রাকের সংঘর্ষ; নিহত এক ও আহত ২

আগের সংবাদ

আশুলিয়ায় আন্তঃজেলার ৬ ডাকাত আটক; দেশীয় অস্ত্র উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় ৭ স্কুল ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার; অভিযুক্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৩২ অপরাহ্ণ, ০৭/০৪/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার একটি স্কুলের প্রধান শিক্ষক বিরুদ্ধে ৭ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাষন্ড এই শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায় অভিভাবক ও এলাকাবাসীরা।

শুক্রবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।

বাবা মা ও পরিবারের পর শিক্ষককের কাছেই শিশুর নিরাপদ স্থান মনে করেন সবাই। আর সেই শিক্ষকের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে স্কুলের ৭ ছাত্রী। এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকার আমির মডেল স্কুল নামের একটি স্কুলে। ঐ স্কুলে নার্সারী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। স্কুলের মালিক ও প্রধান শিক্ষক আমির হোসেন এই অপকর্ম ঘটিয়েছে। গত ছয় মাস ধরে ৩ তলা ভবনের ৩য় তলার দুটি কক্ষ ফ্লাট ভাড়া নিয়ে স্কুলটি চালিয়ে আসছে। ছাত্রীদের ভয় দেখিয়ে ও পরীক্ষায় বেশি নম্বর দেয়ার প্রলভন দেখিয়ে কৌশলে বিভিন্ন সময় এই ছাত্রীদের ধর্ষণ করে। এরা সবাই ৮ থেকে ৯ বছরের শিশু। এর মধ্যে এক ছাত্রীকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আমির হোসেন নরসিংদী জেলার বেলাবো থানার বাটেরচড় এলাকার জিন্নাতুল মিয়ার ছেলে।

অভিভাবক ও এলাকাবাসী এই পাষন্ড শিক্ষকের কঠিন শাস্তির দাবী জানান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীনুল কাদির জানান, শুক্রবার ভোরে পাষন্ড শিক্ষক আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইগনগত ব্যবস্থার পাশাপাশি ভুক্তভোগী শিশুদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল ওসিসি সেন্টার পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছে।