আশুলিয়ায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১০ স্কুল শিক্ষার্থী অসুস্থ্

আগের সংবাদ

আশুলিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পরের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক নেতা হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে সাংবাদ সম্মেলন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৪৪ অপরাহ্ণ, ০৪/০৪/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যাকান্ডের ৫ম বার্ষিতে হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচারের দাবীতে সাংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার বিকালে আশুলিয়া খন্দকার মসজিদ এলাকায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন এর অফিস ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নিহত শ্রমিক নেতা আমিনুল ইসলামে স্ত্রী হোসনে আরা বেগম ফাহিমা ও তার দুই সন্তান রাকিবুল ও সাকিব।

নিহত আমিনুলের স্ত্রী হোসনে আরা জানান, আমার স্বামীকে পাঁচ বছর আগে  পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এখনও আমার স্বামীর হত্যাকারিরা ধরা পরেনি। দ্রুত আমার স্বামীর হত্যাকারিদের গ্র্যোপ্তার করে বিচার করা হউক।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাষ্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি বাবুল আখতার সাভার, আশুলিয়া, ধামরাই, শাখার সভাপতি লাভলি আক্তার, ও সাভার আশুলিয়া, ধামরাই শাখার, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীমসহ সাধারন শ্রমিক বৃন্দ।