সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে মুন্নাত হোসেন মুন্না (২২) নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে আশুলিয়ার গৌরিপুর এলাকার রাজু মার্কেটের পাশের একটি বাসা থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ পরিদর্শক ( এসআই) মোহাম্মদ ওয়াহিদ জানান, গতকাল থেকে মুন্নার কক্ষটি ভিতর থেকে বন্ধ থাকে। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে দর্জা ভেঙ্গে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অঅত্নহত্যা।এ বিষয়ে আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।