সব
এক্সপ্রেস প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই শতাধিক দু:স্থ ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দিয়েছে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-৯৫ নামক সংগঠন।
শুক্রবার সকালে সাভার ব্যাংক কলোনী অগ্রনী সংসদ কার্যালয়ে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের দু:স্থ ও দরিদ্রদের মাঝে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
সকালে সংগঠনের সভাপতি মেহেদী হাসান তুষার উপস্থিত থেকে দু:স্থ ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে এ স্বাস্থ্য সেবা কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন।
এ সময় সংগঠনের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সাংগঠনিক সম্পাদক শাহাজাহান কবির সাজু,শরীফ হাসান মামুন,সহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় ব্যাচ- ৯৫ নামক সংগঠনের পক্ষ থেকে প্রথম বারের মতো বিনামূল্যে দরিদ্রদের মাঝে এ স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। পর্যায়ক্রমে এ সেবা পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন গুলোতে অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।