স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাভারে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আগের সংবাদ

সাভারে ৪র্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

পরের সংবাদ

সাভার আশুলিয়ায় বাংলা ভিশনের ১১ বছরের বর্ষপূর্তি অনুষ্ঠিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:১৭ অপরাহ্ণ, ৩১/০৩/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

বিনোদন ও সংবাদ ভিত্তিক জনপ্রিয় বাংলা ভিশন টিভির ১১ বছর পূর্তি উপলক্ষ্যে সাভার আশুলিয়ায় নানা আয়োজনে বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।

শুক্রবার সকালে বাংলা ভিশনের উদ্যোগে ও সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহীনের সমন্বয়ে সাভার প্রেস ক্লাবে সাংবাদিকরা র‌্যালীতে অংশগ্রহন করেন। পরে ১১ বছর পূর্তি কেক কেঁটে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এসময় সাভার প্রেস ক্লাবের সভাপতি তুহিন খান ও সাধারণ সম্পাদক মিঠুন সরকারসহ আরও অন্যান্যরা উপস্তিত ছিলেন।

অন্যদিকে বিকালে বাংলা ভিশনের উদ্যোগে ও আশুলিয়া প্রতিনিধি শেফালী খাতুন মিতুর সমন্বয়ে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে প্রেস চত্ত্বরে এসে আবার শেষ হয়। পরে কেক কেঁটে বাংলা ভিশন টিভির ১১ বছর পূর্তি অনুষ্ঠান উৎযাপন ক হয়।সবশেষে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয় ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু অন্যানলা উপস্থিত ছিলেন। বিশেষ অথিতি হিসেবে উপস্থি ছিলেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

এসময় বাংলা ভিশন টিভি প্রতি সবাই শুভ কামনা জানান।