সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে পর্দা উঠল ৪র্থ ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের। শুক্রবার সকাল ১০ টায় সাভার গলফ ক্লাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ।
এসময় ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) সহ সাভার সেনানিবাস ও ওয়ালটন গ্রুপের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী বলেন, ওয়ালটন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পৃষ্ঠপোষকতায় আছে, আগামীতেও থাকবে। তিনি বলেন, বাংলাদেশে তরুণদের মাঝে গলফ নিয়ে উৎসাহ তৈরি করতে কাজ করবে ওয়ালটন। এজন্য খেলোয়ারদের প্রাথমিক পর্যায় থেকেই পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেয়া হবে।
৪র্থ বারের মত ওয়ালটন গলফ টুর্নামেন্টের আয়োজন করায় ওয়ালটন গ্রুপের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ। ওয়ালটনের এমন উদ্যোগ দেশে আন্তর্জাতিক মানের গলফ খেলোয়ার তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিন দিন ব্যাপী এই টুনামেন্টে দেশি-বিদেশী প্রায় দুই শতাধিক গলফার অংশ নিচ্ছেন।