আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানার খুলে দেয়ার দাবীতে শ্রমিকদের মানববন্ধন

আগের সংবাদ

নারী নির্যাতন প্রতিরোধে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

আশুলিয়ায় ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:০৯ অপরাহ্ণ, ৩১/০৩/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়া নয়ারহাটে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ী আঃ রহিম মন্ডলকে হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নয়ারহাট বাজারের সহস্রাধীক ব্যবসায়ী এ প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেয়। এসময় নয়ারহাটের বাজারে অবস্থিত প্রায়এক হাজার দোকানপাট বন্ধ করে এই ধর্মঘট ও বিক্ষোভকর্মসূচী পালন করেন সাধারণ ব্যবসায়ীরা।

প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, নয়ারহাট বাজার ব্যবাসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক আঃ রহিম মন্ডলকে গত বুধবার প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হলেও হত্যাকান্ডের মূল হোতা ও মামলার প্রধান আসামী পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। প্রতিবাদ সমাবেশে বক্তারা এসময় অবিলম্বে হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত খুনিকে গ্রেফতারের দাবী জানিয়ে বলেন ব্যবসায়ীদের সাথে নিয়ে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে।

ব্যবসায়ীরা এসময় এ হত্যাকান্ডের ঘটনায় দিনব্যাপী নয়ারহাট বাজারের সকল দোকান-পাট বন্ধ রাখার ঘোষনা দেন।

নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতি’র সাধারন সম্পাদক শওকত হোসেন সাকো, সহ-সভাপতি আব্দুল আজিক ভুলু, লোকমান হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল খালেকসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার আশুলিয়ার নয়ারহাটে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আব্দুল রহিম মন্ডলকে মাথায় গুলি করে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপ। এ বিষয়ে পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড ম্বোরসহ ১৪ জনের নাম উল্লেখ করে প্রায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।