দেশ টিভির উদ্যোগে সাভারে মহান স্বাধীনতা দিবস ও বর্ষপূর্তি পালন

আগের সংবাদ

আশুলিয়া প্রেস ক্লাবের নির্বাচন উৎসব-২০১৭ এর ভোট গ্রহন চলছে

পরের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় শ্রমিকের মৃত্যু, ১ ঘন্টা সড়ক অবরোধ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:০৯ অপরাহ্ণ, ২৭/০৩/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাসের চাপায় ইদ্রিস(৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় নবীনগর চন্দ্রা  মহাসড়কটি ১ঘন্টা অবরোধ করে শ্রমিকরা ।

সোমবার সকাল ১১টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাস্ স্ট্যান্ড এলাকার সড়কটি অবরোধ করে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ার লি. নামের কারখানার শ্রমিকরা।

নিহত ইদ্রিস ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার হাবাস পুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। সে বাড়ইপাড়া এলাকার রবি সিকদারের বাসায় থাকতো।

শ্রমিকরা জানান, ভোরে ইদ্রিস বাড়ইপাড়া মসজিদে নামাজ পরে বাসায় ফিরছিলেন । এসময় ইতিহাস পরিবহনের একটি বাস রাস্তার পাশ থাকা ইদ্রিসকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আহত ইদ্রিস কে প্রথমে স্থানীয় ফাতেমা ক্লিনিক পরে অবস্থার অবনতি হলে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে পাঠানো  হয়ে। পরে বেলা ১১টায় চিকিৎসাধীণ অবস্থায়  তার মৃত্যু হয়। এসময় মৃত্যুর খবর ছড়িয়ে পরলে কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়। এবং চালকের বিচারের দাবিতে নবীণগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামিম হাসান বিষয়িটি নিশ্চিত করে জানান, ইতিহাস পরিবহনের একটি বাস কারখানার শ্রমিককে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত ব্যক্তির মৃত্যুর খবরে শ্রমিকরা সড়ক অবরোধ করে  রাখে । পরে পুলিশ এসে চালকের বিচারের আশ্বাসে শ্রমকিরা অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।