সব
জাহিদ হাসান :
আশুলিয়া প্রেস ক্লাবের নির্বাচনে অভিভাবক, অধিনায়ককের কথা জানলেন। এবার সেতুবন্ধনের কান্ডারি সম্বনায়কের কথা। যাকে ছাড়া পূর্নতা নেই সংগঠনের, সেই সাংগঠনিকের কথা। এই পদে দুই শক্তিশালী প্রতিদ্বন্ধি রয়েছে। একজন জনপ্রিয় বলিউট নায়ক সঞ্জয় দত্ত ও অপরজন সানি দেওয়ালে চরিত্রের সঙ্গে তাদের অনেকটাই মিল খুঁজে পাওয়ায়। ফলে ভোটের লড়াইটাও হবে বেশ শক্ত। বর্তমান সাংগঠনিক সম্পাদক ও সঞ্জয় দত্ত খ্যাত খোকা মোহাম্মদ চৌধুরী সফলতার ধারাবাহিকতায় এবারও ধরে রাখতে ভোটারদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে সানি দেওয়াল খ্যাত আমিনুল ইসলাম লড়ছেন সমান তালে। এবার ২৮ মার্চ চোখ রাখার পালা কে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব।
খোকা মোহাম্মদ চৌধুরীঃ ‘মুনা ভাই এমবিবিএস’ হিন্দি সিনেমার সঞ্জয় দত্তের সরল হাসি আর বুকে জড়িয়ে ধরার যাদুর ছন্দ অনেকেই দর্শক শ্রেতাকে ঘায়েল করেছে। সেই চরিত্রের অনেকেই সার সংক্ষেপ খোকা মুহাম্মদ চৌধুরী। বিপদের বন্ধু আর প্রতিভাবান মানুষ হিসেবে আশুলিয়া প্রেস ক্লাবের উজ্জ্বল নক্ষত্র এই ব্যক্তি বেশ নামডাক রয়েছে। সাহসী ও প্রতিবাদি এই মানুষটি দৈনিক বনিক বার্তার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়ায় এক্সপ্রেস ডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্মানিত প্রকাশক। ক্লাব উন্নয়নের কাজে অক্লান্ত ও মিষ্টি কথার মানুষটি সকলের সাথে সুসর্ম্পক ও সাহসীকতায় এবারের নিবার্চনে তাকে এগিয়ে নেবে বলে অনেকেই মনে করছেন। তার এবারের চাওয়া আগের বারের মত এবারও নির্বাচিত হয়ে ক্লাব ও সাংবাদিকদের কল্যাণে নিরলস ও নি:স্বার্থ কাজ করে যাওয়া।
মোঃ আমিনুল ইসলামঃ যব ইয়ে ঢাই কিলো কা হাত, কিসিছে পড়তা হে না, আদমী উঠতা নেহী। উঠযাতাহে। সেরা ডায়লগ খ্যাত হিন্দি সিনেমার সানি দেওয়ালে সঙ্গে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় আমিনুল ইসলামের। শরীরের গড়ন ও কথাবার্তা উভয়েই মিল খুঁজে পাওয়া যায়। স্বল্পভাষী এই মানুষটা সাংগঠনিক ভাবনা ও গঠনমূলক সমালোচক হিসেবে কদর রয়েছে। তিনি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার আশুলিয়া প্রতিনিধি। সুস্বাস্থ্যের অধিকারী মানুষটি ভোটারদের প্রতি রয়েছে প্রত্যাশার বানী। সকলের সহযোগীতায় আধুনিক প্রেস ক্লাব গড়ে তুলতে এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। সেই সাথে সাংবাদিকদের অধিকার আদায়ে সংগ্রামের আপোষহীন সৈনিক, সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদকর্মী হিসেবে কাজ করা।