সব
জাহিদ হাসান:
তিনদিন বাদেই আশুলিয়া প্রেস ক্লাব নির্বাচন। আর জল্পনা কল্পনা তো চলছেই চলবে। তবে আলোচনার একটু বেশি সময় জুড়ে যেন স্থান পাচ্ছে সাধারণ সম্পাদকের পদ নিয়ে। কারণ সংগঠনের অন্যতম পদের দাবির এই পদটি। একটু ঘুরিয়ে বললে, অভিভাবক যদি সভপতি হয়; সেই আদলে সাধারণ সম্পাদকটি দাড়ায় অধিনায়কের দিকে। তাই বলা যায় কে হবেন আশুলিয়া প্রেস ক্লাবের অধিনায়ক? এবার অধিনায়কের লড়াইয়ে আছেন চার প্রার্থী। কেউ কার চেয়ে কম যায় না। চারজনই আলাদা আলাদা গুনের কান্ডারি।তাই অধিনায়কের পদের জন্য লড়াই ঠান্ডা গরম সমান সমান। এই চার প্রার্থীকে নিয়ে ভোটারদের নানা প্রত্যাশার জায়গাও বেশ বড়। ভোটাদের প্রত্যাশায় ঘুরে ফিরে আসে, প্রেস ক্লাবের উন্নয়ন সাংবাদিকদের মূল্যায়ন রক্ষায় ভূমিকা পালন।
মাহফুজুর রহমান নিপুঃ সরল হাসি ও সুসম্পর্কের বজায় রাখার অন্যতম কান্ডারি মাহফুজুর রহমান নিপু। পূর্বের মতো যোগ্যতা আর ভালোবাসায় দিয়ে জয় করতে চায় ভোটের মন। গোছালো কথার জাদুকর ব্যক্তিটি বেসরকারি সংবাদ ভিত্তিক যুমনা টিভির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। নরম হৃদয়ের এই মানুষটি সাংবাদিকদের সুখে দুখে পাশে থাকবেন। পাশাপাশি প্রেস ক্লাবকে সমৃদ্ধ করতে সব ধরনের চেষ্টা অব্যহত রাখবেন এমটাই জানান তিনি।
লাইজু আহাম্মেদ চৌধুরী: আশুলিয়া প্রেস ক্লাবের জ্ঞানী রসিক ও সমালোচক এই তিন বিষয়ে পারদর্শী মানুষ হিসেবে লাইজু আহমেদ চৌধুরী রয়েছে বেশ জনপ্রিয়তা। মোহনা টেলিভিশনের সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন তিনি। এছাড়া জটিল বিষয়কে সহজ উপস্থান ও সমাধানে রয়েছে অন্যণ্য গুন। এবারের নির্বাচনে জয়ী হলে সাংবাদিকদের মান উন্নয়ন ছাড়াও পেশাগত দায়িত্বে পালনে সহকর্মীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছেন তিনি।
মোঃ মনিরুজ্জামান: বিচক্ষন ব্যক্তি হিসেবে আশুলিযা প্রেস ক্লাবের তালিকায় প্রথম সারিতে অবস্থান মনিরুজ্জামানের। তিনি জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকার সাভার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সাহসী আর লেখনির যাদুর মানুষ হিসেবে তিনি বেশ পরিচিত। সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন ও মান উন্নযনে কাজ করে যাওয়ার প্রতি তার দৃষ্টি।
নজরুল ইসলাম মানিকঃ কাটসাট কথা আর পরিশ্রমি মানুষ হিসেবে আশুলিয়া প্রেস ক্লাবে বেশ পরিচিতি রয়েছে। গতিময় এই মানুষটি প্রেস ক্লাবের নানা কর্মকান্ডের সাথে যুক্ত থাকার চেষ্টা করেন। তার হাস্যরসক কথা আর প্রকৃতির প্রতি ভালোবাসা তার ব্যক্তিত্বে পাওয়া যায় ভিন্নতা। তিনি জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার সাভার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
তার দৃষ্টি রয়েছে নিবার্চিত হয়ে সাংবাদিকদের মান ধরে রাখা ও বিপদে পাশে থেকে কঠোর হাতে মোকাবেলা করবে। এছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্বে সহযোগিতা করা।