সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার বাইপাইল এলাকায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে র্যালি আয়োজন করেছে আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ।
শনিবার বিকেলে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে ধামসোনা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ র্যালী হয়।
র্যালীটি পল্লীবিদ্যুৎ বাসষ্ট্যান্ড থেকে শুরু বলিভদ্রবাজার প্রদক্ষিণ করে পূনরায় একইস্থানে এসে শেষ হয়। এসময় র্যালীতে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ ফিরোজ কবির, ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগ উত্তরের সভাপতি মোঃ ইমতিয়াজ, সাভার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের এবং আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ শহীদুল্লাহ মুন্সী, যুগ্ম-আহবায়ক মোঃ বকুল হোসেন সরকার, ধামসোনা ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, আশুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।