সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিযার কবিরপুর এলাকায় এক র্গামেন্টস কর্মীকে চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেছে কথিত ছাত্রলীগ নেতা মাহিম আল জুবায়ের। মঙ্গলবার সন্ধায় আশুলিযার কবিরপুর এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথিত ছাত্রলীগ নেতা মাহিম এর সাথে এক র্গামেন্টস কর্মীর বাক-বিতন্ডার এক পর্যায় ঘর থেকে চাপাতি এনে প্রকাশ্যে ঐ গার্মেন্টস কর্মীকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা।
এ বিষয়ে আশুলিয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।