সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে শিরিন আক্তার (২১) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে সাভারের আমিনবাজার বেগুনবাড়ি এলাকায় স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাছেদ মিয়াকে জানান, সকালে নিজ ঘরে ওই গৃহবধুর ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখে পায় স্বামী মাসুম বিল্লাহ জেহেদী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই গৃহবধুর স্বামী গাড়ির হেলপার হিসেবে কাজ করেন। ওই দম্পতির মোহাম্মদ নাছির নামের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্নহত্যা। তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যু বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে।