সব
এক্সপ্রেস প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে সড়ক পরিবহন শ্রমিকলীগ ইয়ারপুর ইউনিয়ন শাখার উদ্দ্যোগে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ইয়ারপুর ইউনিয়ন শাখা অফিসে এই জন্মদিন পালন করা হয়।এসময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ ইয়ারপুর ইউনিয়ন শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া থানা শাখার সভাপতি লায়ন মোঃ ইমাম হোসেন। আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন শ্রমিকলীগে সভাপতি আমজাদ হোসেন তোতা ,সহ সভাপতি সুরুজ বেপারি,সাধারন সম্পাদক রাজা মোল্লাসহ ইয়ারপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়।