সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ভূমি জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে এবার জালিয়াত চক্রের হুমকির শিকার হয়েছেন বাসস ও এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি রুপোকুর রহমান। বুধবার রাতে সাভার মডেল থানায় একটি সাধারন ডাইরী (নং-৮১৪) দায়ের করা হয়।
রুপোকুর রহমান জানান, সাভারের আমিনবাজারের ভূমি জালিয়াত চক্রের অন্যতম সদস্য ও শীর্ষ্ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম সম্প্রতি কিছু অসাধু কর্মকর্তা- কর্মচারীর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে সাভার সাব রেজিষ্ট্রি অফিসে অন্যের নামে করা একটি রেজিষ্ট্রেশন বায়নানামা দলিল বাতিল করে আরও একটি রেজিষ্ট্রি বায়নানামা দলিল করে। এ ঘটনায় ভূক্তভোগীরা সাভার সাব রেজিষ্ট্রারসহ সংশ্লিস্ট বিভিন্ন স্থানে অভিযোগ করেন। জালিয়াতির এ ঘটনায় তথ্য সংগ্রহের লক্ষ্যে আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে বিভিন্নভাবে হয়রানী করা হবে বলেও শাসিয়ে দেয়।
সাভার সাব রেজিষ্ট্রি অফিসের সাব রেজিষ্ট্রার জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি ভূমি জালিয়াত চক্রের কাজ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।