সব
এক্সপ্রেস প্রতিবেদন:
আশুলিয়া সাব-রেজিষ্ট্রী অফিস দলিল লেখক কল্যাণ সমিতির কার্য্যকরী নির্বাচন প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপরে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় তাদেরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান সমিতির সদস্যবৃন্দ।
এতে সভাপতি পদে ৫৭ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তালুকদার মোঃ তাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নুরুল হক পেয়েছেন ৪৯ টি ভোট। সাধারণ সম্পাদক পদে ৯৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আলমগীর হোসেন। তার নিকটতম প্রার্থী আনোয়ার হোসেন ১১ টি ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন মো. জুলহাস উদ্দিন আহমেদ।