সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে প্রাইভেটার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইটের ধাক্কা লেগে উল্টে গিয়ে একজন নিহত ও আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রা হয়েছে।
শনিবার বিকাল ৩ টার সময় ঢাকা অঅরিচা মহাসড়কের সাভারে ব্যাংকটাউন এলাকায় এই র্দুঘটনা ঘটে। নিহতের নাম আরশাদ আলী। সে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকার বাসিন্ধা বলে জানা যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানায়, মানিকগঞ্জ থেকে সাভারে রাজফুলবাড়িয়াগামী একটি প্রাইভেটকার ব্যাংকটাউন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়্। এসময় প্রাইভেটকারে থাকা এক ব্যক্তি নিহত হয ও আহত হয় তিনজন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাইভেটকারটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।