সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা ও ফুয়েল কারখানা ধ্বংস; আটক দুই

আগের সংবাদ

আশুলিয়ায় পাইপগানসহ  হোটেল ব্যবসায়ী আটক; ডিবি

পরের সংবাদ

সাভারে নবজাতককে হত্যা; অভিযোগে মা আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৩১ অপরাহ্ণ, ১৯/০১/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে নবজাতক এক কন্যা শিশুকে হত্যার অভিযোগে মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার একটি টিনসেড বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই বিষয়ে সাভার মডেল থানার এস অাই সুমন হোসনে জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে পৌর এলাকার ব্যাংক কলনী মহল্লার ভাড়াটিয়া গৌরাঙ্গ দাসের ভাড়া বাসা থেকে তার নবজাতক কন্যা শিশুর  মরদেহ উদ্ধার করা হয়। এসময় বাড়িতে গৌরাঙ্গ দাসের স্ত্রী অঞ্জনা ছাড়া আর কেউ ছিলেন না। এছাড়া তিনি আরও জানান, শিশুটির মরদেহ উদ্ধার করার পর গলায় নিচে আঘাতের চিহৃ পাওয়া গেছে। তাই শিশুটির মা অঞ্জনা বেগমকে প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদ জন্য আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলেই শিশুটির মৃত্যুর সঠিক কারন জানা যাবে ।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই দম্পত্তির তিন কন্যা সন্তান রয়েছে। এবারও কন্যা শিশু জম্ম নেয়ার পর থেকে স্বামী স্ত্রী পারিবারিহ কোন্দল শুরু হয়। প্রায়দিনই ঝগড়া বিবাদ চলতে থাকে।