সাভারে নবজাতককে হত্যা; অভিযোগে মা আটক

আগের সংবাদ

আশুলিয়ায় আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে বাস চাপায় আনসারসহ দুইজন নিহত

পরের সংবাদ

আশুলিয়ায় পাইপগানসহ  হোটেল ব্যবসায়ী আটক; ডিবি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:১৬ অপরাহ্ণ, ১৯/০১/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার গাজীরচট এলাকায় পাইপগানসহ হারুন উর রশিদ নামের এক হোটেল ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা উত্তর পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে আশুলিয়ার গাজীরচট নলীরপাড় এলাকায় নিজ হোটেল থেকে তাকে আটক করা হয়।

আটক হারুন উর রশিদ বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চর সেমরা গ্রামের সুলতান আহম্মেদ বেপারীর ছেলে্ । সে চারালপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করে নলীরপাড় এলাকায় একটি হোটেল ব্যবসা করতো।

হোটেল কর্মচারী মঈনুদ্দিন জানান, প্রতিদিনের মত আজও তাদের মালিক হারুন সকালে হোটেলে এসে কর্মব্যস্ত হয়ে পড়েন। এরপর দুপুরের দিকে ডিবি পুলিশের লোকজন হোটেলে প্রবেশ করে ক্যাশের ড্রয়ের তল্লাশি শুরু করেন। পরে সেখান থেকে একটি পাইপ গান উদ্ধার করে তারা। এসময় দোকানের সাটার নামানোর কাজে ব্যবহৃত একটি হাতুরীও নিয়ে যান ডিবি পুলিশের সদস্যরা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম সায়েদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীরচট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে মালিক হারুন উর রশিদকে একটি পাইপ গানসহ আটক করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়ায় থানা অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।