সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভার ও আশুলিয়ায় পরিবেশ অধিদপ্তরের আলাদা অভিযানে অবৈধভোবে গড়ে উঠা দুইটি ইট ভাটা ও ৬টি পাইরোলাইসিস ফুয়েল কারখানা ধ্বংস করা হয়েছে ও ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
বুধবার সকাল ১১টা থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নেতৃতে এ অভিযান শুরু হয়। চলে বিকাল ৪ টা পযন্ত।
এসময় পরিবেশগত কোন ছাড়পত্র না থাকায় সানিয়া ও পাওয়ার ব্রিকস নামে ২টি ইট ভাটার চিমনিসহ বিভিন্ন সরঞ্জামি ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে সাভারের আমিনবাজারে ৬টি পাইরোলাইসিস ফুয়েল কারখানা ধ্বংস করেছে ও ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আবদুল হাই জানান, মাননীয় উপ মন্ত্রীর নেতৃতে পরিবেশ দূষণ ও অবৈধ ভাবে গড়ে উঠা ২টি ইট ভাটাঁকে ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তীতে ইট ভাঁটা মালিকদের নোটিশের মাধ্যমে ডাকা হবে।
এ বিষয়ে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, কয়েকবার অবহিত করার পরও ইট ভাটার মালিকরা বিষয়টি গুরুত্ব না দিয়ে অবৈধ কাযক্রম চালানোর অভিযোগে এই অভিযান চালানো হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
এইদিকে নোটিশ ছাড়া হঠাৎ এই অভিযানে ক্ষোভ প্রকাশ করেন ইট ভাটা মালিকরা। ইটভাটার মালিক আবদুল হামিদ ক্ষোভ প্রকাশ করে জানান, হঠা অভিযানে কয়েকশত শ্রমিক বেকার হয়ে পড়বে। আমরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবো।