সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে দায়িত্ব পালনকালে যাত্রীবাহি নৈশ কোচের চাপায় পৃষ্ট হয়ে এক পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত পুলিশ সদস্যের নাম আঃ সবুর।
সোমবার মধ্য রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোষ্টের দায়িত্ব পালনকালে দ্রুত গতিতে আসা হানিফ এন্টার প্রাইজের একটি নৈশ কোচ ওই পুলিশ কর্মকর্তাকে চাপা দিলে এ দূর্ঘটনা ঘটে। আঃ সবুর আর্মড পুলিশের সহকারী উপ-পরিদর্শক।
সাভার মডেল থানার ভাকুর্তা ফাড়ি ইনচার্জ কামরুল হোসেন জানায়, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভার্কুতায় সালেহপুরে চেক পোষ্টের দায়িত্ব পালন করছিলেন সাভার মডেল থানার আর্মড পুলিশের সহকারী উপ-পরিদর্শক আঃ সবুর। রাত পৌনে ১২টার দিকে দ্রুত গতিতে আসা হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহি একটি নৈশ কোচ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। রাতেই নিহত পুলিশ কর্ম্কর্তার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত আঃ সবুরের বাড়ী ঢাকা জেলার ধামরাইয়ের পাথালিয়া গ্রামে বলে জানা গেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক নৈশ কোচটি পালিয়ে যেতে সক্ষম হলেও তা আটক করতে চেষ্টা চলছে বলেও পুলিশ জানায়।