সব
এক্সপ্রেস প্রতিবেদক:
বিএনপি এখন নালিশী দলে পরিণত হয়েছে। তাই ঘরে বসে নালিশ না করে রাজপথে নেমে তাদের জাম্বুজেড কমিটিকে মিছিল করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচারণায় অংশ নিতে এসে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, নারায়নগঞ্জে ৭ খুন মামলার রায় বিচার বিভাগ যে স্বাধীন তার প্রমাণ দিয়েছে সরকার। মন্ত্রী এসময় দলীয় শৃক্সখলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। পরে মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে হেমায়েতপুর পর্যন্ত উভয় পাশে ১ কিলোমিটার আট লেনে উন্নীতকরণের ঘোষনা দেন।