সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার চারাবাগে ভূয়া দুই পুলিশ সদস্যে আটক করে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে পুলিশের ভূয়া পরিচয়পত্র ও ক্যাপসহ কিছু আনুসাঙ্গিক মালামাল উদ্ধার করা হয়।
আটক একজনের নাম অটল চন্দ্র রায়। সে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার হাগড়াদাঙ্গা গ্রামের কালিচন্দ্র নাথের ছেলে। অপরজন নরুনবী হোসেন। সে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার আবদুর ছাত্তারের ছেলে।
রোববার দুপুরে চারাবাগ এলাকার একটি দোকানে সামনে থেকে তাদের আটক করে পুলিশ খবর দেয় এলাকাবাসী।
এ বিষয়ে আশুলিয়ায় থানার এস আই আনোয়ার মোল্লা জানায়, দোকানে ভয় ভীতি দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করছিল পুলিশ পরিচয়দানকারী দুই ব্যক্তি।এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটকে রেখে থানায় জানায়। পরে আশুলিযা থানা পুলিশ তাদের জিজ্ঞাবাদের মাধ্যমে জানা যায়, তারা ভূয়া পরিচয়পত্র ব্যবহার করে ও পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা আদায় করতো। তাদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে।