দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়াই সরকারের মুল লক্ষ্য; সৈদয় আশরাফ

আগের সংবাদ

আশুলিয়ায় ভাগিনার হাতে মামা খুন; ভাগিনা আটক

পরের সংবাদ

সাভারে লিজার হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:০৮ অপরাহ্ণ, ১২/০১/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে তানিয়া আক্তার লিজা হত্যা ঘটনায় ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজার ব্রিজ থেকে সালেহপুর এলাকা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহন করে।

মানববন্ধনে বলা হয় এখনো নারীরা নির্যাতিত হচ্ছে। প্রতিবাদ করলেই হত্যার শিকার হচ্ছে। অপরাধীরা আইনের ফাক দিয়ে পাড় পেয়ে যাওয়ায় এসব অপরাধ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তাই ঘাতকদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি তোলা হয়।

গত ৪ জানুয়ারি পারিবারিক কলহ মিটানোর কথা বলে দেবর অপু তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিল লিজা। এরপর ০৯ জানুয়ারি দুপুরে তুরাগ নদীর কেবলারচর এলাকায় হাত পা বাধা অবস্থায় তার মরদেহ স্থানিয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করে। এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে গৃহবধুর শ্বশুর মজিবর রহমান ও স্বামী ওমর ফারুককে বেগুনবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ। তবে দেবর অপু এখনো পলাতক রয়েছে।

এই বিভাগের সর্বশেষ