সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায়র পল্লীবিদ্যুৎ এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে বাসের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের অঅশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনূর বেগম(৫০) আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেকের স্ত্রী। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা জানান, সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় রাস্তা পারাপারের সময় দুরপাল্লার নাবিল পরিবহনের একটি বাস কোহিনূর বেগম কে চাপা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।