সব
এক্সপ্রেস প্রতিবেদক:
বিএনপির সমাবেশের অনুমতি বিষয়টি সম্পূর্ণ আইনশৃঙ্গলা বাহিনীর। অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এই স্বিদ্ধান্ত নিবেন। এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার সকাল থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শেখ ফুজিতুন্নেছামুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্যোগে “উইন্টার রান এবং কার্নিভাল” নামে একটি অনুষ্ঠানে এসে এ কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে চিকিৎসা খাতে ব্যপক উন্নয়ন হয়েছে। এছাড়া শেখ ফুজিতুন্নেছামুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ বিশ্বমানের হাসপাতাল। এখানে দরিদ্র রোগীদের জন্য বিনাখরচে চিকিৎসা সেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপ-মন্ত্রী জাহিদ মালিক স্বপন, বাংলাদেশে নিযুক্ত মালোশিয়ার রাষ্ট্রদ্রুত নুর আশিকিন মুহ্দতাইব , শেখ ফুজিতুন্নেছামুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মিল্লাত এমপি, সাভারের স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান। এ প্রতিযোগিতাটি সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান।
এর আগে সকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে অভ্যন্তরে দৌড় ও ট্রেজার হ্যান্ড প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় ১.২ কিলোমিটার দৌড়ের জন্য ১৭০ জন ও ট্রেজার হ্যান্ডের জন্য ১৬ জন প্রতিযোগি অংশগ্রহন করে। তাদের মধ্য থেকে ১৯ জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষনা করা হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরন করে স্বাস্থ্য মন্ত্রী।