সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সাভার ও আশুলিয়ায় এক বর্ণাঢ্য র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানের নেতৃত্বে সাভারের তালবাগ এলাকা থেকে পিকআপ ভ্যানে করে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ঘুরে জিরানী বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ র্যালিতে অংশগ্রহণ করেন।
জিরাবো এলাকায় র্যালি ও আলোচনা সভা করেছে সাভার উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু।
অন্যদিকে, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও যুবলীগ নেতা কবির হোসেন সরকারের নেতৃত্বে আশুলিয়ার প্লীবিদ্যুৎ ও সরকার মার্কেট এলাকা থেকে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জামাগড়া, বাইপাইল, পল্লীবিদ্যুৎ, নবীনগর ও সাভার হয়ে পরে স্থানীয় সাংসদের র্যালিতে অংশগ্রহণ করে।
অপরদিকে, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ ও সাধারণ সম্পাদক টিটুর নেতৃত্বে একটি র্যালি বের হয়।