সব
এক্সপ্রেস প্রতিবেদক:
গাজীরচট এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসময় আশের পাশের বাড়ির লোকজন আতঙ্গে ছোটাছুটি করে ঘর থেকে সড়কে বের হয়ে আসেন।এসময় ৫ জন আহত হয়।
বৃহস্পতিবার রাত দশটার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় স্বপন ও আকন নামে দুই ভাইয়ের টিনের ঘরের ঝুটের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয় ক্ষতির পরিমানও জানা যায়নি।