সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়া বাজার এলাকায় তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১৫ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
মঙ্গলবার সকাল থেকে সাভার তিতাসের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃতে আশুলিয়ার বাজার ল্যান্ডমার্ক এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় তিনি জানান, অত্র এলাকায় প্রায় ২০ হাজার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব সংযোগ বিছিন্ন করে পাইপ তুলে ফেলা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় আরও অবৈধ গ্যাস সংযোগের অনেক তথ্য রয়েছে পযায়ক্রমে অভিযান চালানো হবে বলেও তিনি জানান। পাশাপাশি অবৈধ সংযোগের দালাল চক্রের সদস্যের চিহিৃত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।