সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার জামগড়া এলাকায় অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি করায় মেসার্স ঈশা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার আইচকে আটক করেছে পুলিশ। এঘটনায় ঈশা ফিলিং স্টেশনের দুই লিটার অকটেন পরীক্ষাঘারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিকে দুই লিটার পরিমান অকটেন পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করে । এবং ব্যবস্থাপক বিদ্যুৎ কে ঢাকার আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন জানান, প্রতিলিটার অকটেনের সাথে পানি মিশিয়ে গ্রাহকের কাছে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার নির্বাহী ম্যজিট্রেট বিকাশ বিশ্বাসের উপস্থিতিতে জামগড়া ছয়তলা এলাকায় মেসার্স ঈশা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় পানি মিশিয়ে অকটেন বিক্রির সময় হাতেনাতে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বিদ্যুৎ কে আটক করা হয়। এছাড়া ২ লিটার পরিমান অকটেন সংগ্রহ করে ঢাকার পরীক্ষাঘারে প্রেরণ করা হয়েছে। এবং ব্যবস্থাপক বিদ্যুৎকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরীক্ষাগারের প্রতিবেদন হাতে পেলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।