সব
এক্সপ্রেস প্রতিবেদক:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তর রমনা রেজিমেন্ট ক্যাম্পিং এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইল বিএনসিসি প্রশিক্ষন একডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সহ উর্ব্ধতন সামরিক, বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগন হিসেবে উপস্থিত ছিলেন। এ রেজিমেন্ট ক্যাম্পিং এ ক্যাডেটদেরকে মৌলিক সামরিক/বেসামরিক প্রশিক্ষণ,আত্মোন্নয়ন নেতৃতের গুনাবলী বিকাশের উপর পশিক্ষণের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে প্রাথমিক চিকিৎসা,দূর্যোগ ব্যবস্থাপনা, ভূমিধ্বস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি এবং স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের ভুমিকা ইত্যাদি বিষয় প্রশিক্ষন দেয়া হয়েছে।