সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশ বাদী মামলার এজাহারভুক্ত আসামী অভিনেতা এ আর মন্টুকে রাজধানীর উত্তরা গ্রেফতার করেছে সাভার ডিবি পুলিশ। সোমবার ভোর রাতে রাজধানীর উত্তরার একটি শপিংমলের সামনে থেকে উত্তরা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ সুপার মাহবুবর রহমান জানান, গত ডিসেম্বরে শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশের মামলায় তাকে আসামী করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা জেলা (উত্তর) ডিবি কার্যলয়ে আনা হয়েছে।তার বিরুদ্ধে ঝুট ব্যবসা দখল ও নিয়ন্ত্রণসহ আশুলিয়া থানায় আরও কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য গত ডিসেম্বরে আশুলিয়ায় শ্রমিকদের উষ্কিয়ে দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টার জন্য পুলিশ সাবেক সংসদ সদস্য, সাভার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অভিনেতা এ আর মন্টুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ৮৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।