সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে ১৬০০ শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজে হল রুমে শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়।
এসময় স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ রানা, ও শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে শিক্ষাক্ষর্থীদের মাঝে বই বিতরণ করেছেন। নতুন নতুন জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের বই পড়তে হবে। মেধা বিকাশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও দায়িত্বশীল হতে হবে।
শিক্ষার্থীরাও নতুন বই পেয়ে দারুণ খুশি।