সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার আলাদা স্থান থেকে দশম শ্রেনীর শিক্ষার্থী খাদিজা আক্তার সুমা(১৬) ও মোখলেসুর (৪১) নামের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত আটটার দিকে আশুলিয়ার জামগড়া চিত্রশাইল এলাকা থেকে ছাত্রী সুমা ও পৌনে ৯টার দিকে গোমাইল থেকে মোখলেসুরের ঝুলন্ত অবস্থায় মৃহদেহ উদ্ধার করে।
সুমা আশুলিয়ার চিত্রশাইল এলাকার খোকন মিয়া মেয়ে। সে গাজীরচট হাই স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিল। সুমার বাবা জানান, সকালে স্কুলের ভর্তির জন্য টাকা চেয়ে ছিল।টাকা না দিয়ে বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতে বলে কাজে চলে যাই। পরে স্থানীয়রা ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ।এসময় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে গোসাইল হাজী আতিকুর রহমানের বাসা থেকে মোখলেসুর নামের এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মোখলেসুর জয়পুরহাট জেলার আক্কলপুর থানার দোপাইপুরি গ্রামের আবু ঈসাকের ছেলে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন জানান, রাতে দুটি পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থী সুমার আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জের ধরে মোখলেসুর আত্মহত্যা করতে পারে। লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।