সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাত দফা দাবীতে সাভারে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
শনিবার বেলা ১১ টায় সাভার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধনে উল্লেখ যোগ্য দাবী গুলো তুলে ধরেন সংগঠনটির নেতারা। সংখ্যালগুদের জন্য সংসদের ৬০ টি আসন সংরক্ষন, সর্বক্ষেত্রে অংশীদারিত্ব নিশ্চিতকরণ, সংখ্যা লঘু মন্ত্রনালয় ও সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি এবং ৭২ এর সংবিধান পূনপ্রতিষ্ঠার দাবী জানান তারা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাভার উপজেলা শাখা ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ এই কর্মসূচীর আয়োজন করেন।